দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইলের চার্জ নিয়ে সমস্যা প্রায় সবার রয়েছে। তাই বেশি চার্জ থাকে এমন মোবাইল খুঁজে বেড়ান সবাই। আজ জেনে নিন চার্জ বেশি থাকে এমন কয়েকটি স্মার্টফোন সম্পর্কে।
মোবাইলের চার্জ নিয়ে সমস্যা প্রায় সবার রয়েছে। তাই বেশি চার্জ থাকে এমন মোবাইল খুঁজে বেড়ান সবাই। আজ জেনে নিন চার্জ বেশি থাকে এমন কয়েকটি স্মার্টফোন সম্পর্কে।
বর্তমানে স্মার্টফোনে অনেকেই প্রয়োজনীয় সব কাজ সেরে থাকেন। যে কারণে স্মার্টফোনে চার্জ বেশিক্ষণ না থাকলে তখন ঝামেলায় পড়তে হয়। আধুনিক এমন কিছু স্মার্টফোন রয়েছে, যেগুলো অনেক বেশি সময় চার্জ থাকে। ব্যাটারির দিক দিয়ে সেরা কয়েকটি স্মার্টফোনের একটা তালিকা দিয়েছে প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল ‘ফোন অ্যারেনা’। যা পাঠকদের জ্ঞতার্থে আজ তুলে ধরা হলো:
কোম্পানি ও মডেল ব্যাটারির আয়ু
মটোরোলা মটো জি৭ পাওয়ার ২০ ঘণ্টা ৮ মিনিট
শাওমি মি ম্যাক্স ২ ১৭ ঘণ্টা ২২ মিনিট
এলজি এক্স পাওয়ার ১৫ ঘণ্টা ১৮ মিনিট
মটোরোলা মটো ই৫ প্লাস ১৫ ঘণ্টা ৮ মিনিট
ব্লু স্টুডিও এনার্জি ১৪ ঘণ্টা ৫৩ মিনিট
মটোরোলা মটো জি৮ প্লাস ১৪ ঘণ্টা ২৯ মিনিট
হুয়াওয়ে মেট ২০ ১৪ ঘণ্টা ২৬ মিনিট
আসুস আরওজি ফোন ২ ১৪ ঘণ্টা ১১ মিনিট
মটোরোলা মটো জেড প্লে ড্রয়েড ১৩ ঘণ্টা ৪৩ মিনিট
শাওমি রেডমি ৩এস ১৩ ঘণ্টা ৩৯ মিনিট