দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বৃষ্টির কারণে কাটা হয়েছে ৪টি ওভার। যে কারণে নতুন করে নির্ধারিত হয় বাংলাদেশের লক্ষ্যমাত্রা। আর তা হলো- ৪৬ ওভারে ১৭০ রান। অর্থাৎ জিতে ইতিহাস গড়তে হলে টাইগারদের করতে হতো ৩০ বলে মাত্র ৭ রান। হাতে ছিলো তিনটি উইকেট। যা একেবারেই হাতের নাগালেই ছিলো যে কারণে ছিনিয়ে আনতে সময় লাগেনি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের।
এদিকে বাংলাদেশ দলের এই জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।