দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক কথায় বলা যায় প্রযুক্তির প্রায় সব কিছুই এখন স্মার্টফোনে। অফিস হতে যেনো বিনোদনের সঙ্গে জীবনযাপন। কি নেই এই স্মার্টফোনে। বদলে দিচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রই। যে ৬ স্মার্টফোন ২০২০ সাল বদলে দেবে।
দীর্ঘদিন থেকেই নতুন বছরের অপেক্ষায় ছিলো একগুচ্ছ স্মার্টফোন। ২০২০ সাল বদলে দেবে এইসব স্মার্টফোন গুলো:
হুয়াওয়ে পি ৪০
২০১৯ সাল হুয়াওয়ের জন্য মোটেও সুখকর ছিল না। অনেক সংগ্রামের পর চীনে এখনও সেরা ফোন হিসেবে রয়েছে হুয়াওয়ে। সব কিছু ছাপিয়ে আসছে হুয়াওয়ের চমকপ্রদ নতুন স্মার্টফোন হুয়াওয়ে পি ৪০। এই ফোনে থাকছে Five Camera Lecia System। এছাড়াও প্রধান ক্যামেরা হতে পারে ৬৪ মেগাপিক্সেলের।
অ্যাপল আইফোন ১২
আইফোন ১১ সিরিজ বাজারে আসার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছিল যে ৫জি পরিসেবা নিয়ে। অ্যাপল জানিয়েছিল যে, ২০১৯ সালে তাদের পক্ষে কোনো ৫জি ফোন উন্মুক্ত করা সম্ভব হয়নি। এবার সেই পরিসেবা নিয়ে নতুন বছরে ইউজারদের জন্য আসছে নতুন এক আইফোন। নতুন এই হ্যান্ডসেটে থাকবে চকচকে নতুন সব ডিজাইন। থাকছে না কোনো নচ, ওএলইডি ডিসপ্লেও।