মেয়ের বিয়েতে দাওয়াত করা সেই রিকশাচালকের সঙ্গে দেখা করলেন মোদি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেয়ের বিয়েতে দাওয়াত করা সেই রিকশাচালকের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির বারানসির ওই রিকশাচালককের নাম মঙ্গল কেওয়াত। বারানসির রিকশাচালক মঙ্গল কেওয়াত নিজের মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই সময় নিমন্ত্রণে যেতে না পারলেও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এবার সেই এলাকায় সফরে গিয়ে রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি।

মেয়ের বিয়েতে দাওয়াত করা সেই রিকশাচালকের সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির বারানসির ওই রিকশাচালককের নাম মঙ্গল কেওয়াত। বারানসির রিকশাচালক মঙ্গল কেওয়াত নিজের মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই সময় নিমন্ত্রণে যেতে না পারলেও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এবার সেই এলাকায় সফরে গিয়ে রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি।

১৬ ফেব্রুয়ারি একদিনের সংক্ষিপ্ত সফরে মোদি তার লোকসভার আসন বারানসিতে গিয়েছিলেন। তিনি এই সময় মঙ্গলের সঙ্গে দেখা করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। এর পাশাপাশি তার পরিবারের কুশল কামনাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related Post

গত ১২ ফেব্রুয়ারি মঙ্গলের মেয়ের বিয়ে হয়। এর পূর্বেই প্রধানমন্ত্রীর চিঠি হাতে পান রিকশাচালক মঙ্গল কেওয়াত। চিঠিতে বিয়ের জন্য মঙ্গলের মেয়েকে আশীর্বাদ দেন এবং শুভেচ্ছা জানান। এই চিঠি পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মঙ্গল কেওয়াত। তিনি তখন বলেছিলেন, ‘আমি উত্তর পাবো বলে কখনওই ভাবিনি। তবে মোদীর চিঠি পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। মেয়ের বিয়েতে আগত অতিথিদের সেই চিঠিও দেখিয়েছি আমি।’

তখন মঙ্গল এবং তার স্ত্রী রানু দেবি জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারা দেখা করতে চান এবং নিজেদের দুর্দশার কথাও জানাতে চান।’ তাই নিজের সংসদীয় এলাকায় সফরে এসে সেই অনুরোধ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনের বারানসী সফরে এসে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে রিকশাচালক এবং তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।

মঙ্গল কেওয়াত তার নিজের গ্রামের গঙ্গার পাড় পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। নিজে সচেতন হতে এবং আশপাশের মানুষকে সচেতন করে স্বচ্ছ ভারত অভিযানে অবদান রাখছেন ওই রিকশাচালক মঙ্গল কেওয়াত। সেই খবরও পেয়েছেন নরেন্দ্র মোদি। সেই কারণে মঙ্গল কেওয়াতকে ধন্যবাদও জানিয়েছেন নরেন্দ্র মোদি।

স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ব্যবহার এবং প্রশংসা পেয়ে আবেগে আত্মহারা রিকশাচালক মঙ্গল কেওয়াত। শুধু মঙ্গলই নয় এই খবরে আনন্দিত বারানসি এলাকার সাধারণ জনগণও।

তথ্যসূত্র : এনডিটিভি

This post was last modified on ফেব্রুয়ারী ১৯, ২০২০ 9:26 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

অনিয়ন্ত্রিত ক্যাফেইন গ্রহণে শরীরের যে ক্ষতি হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের অনেকেরই যখন-তখন চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে। তবে…

% দিন আগে

বছরের অন্যতম সেরা সিনেমা ‘ট্রেন ড্রিমস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…

% দিন আগে

শীতকালীন ঝড়ে গাজায় চরম মানবিক বিপর্যয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…

% দিন আগে

হঠাৎ ধরা পড়লো তাসমানিয়ার সৈকতে ওপারফিস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…

% দিন আগে

গাছিদের রস সংগ্রহের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…

% দিন আগে

আপনি কেনো খাবেন ছোট মাছ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…

% দিন আগে