দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভ্রমণ করতে হলে ঐতিহাসিক স্থানে যাওয়ায় হবে বুদ্ধিমানের কাজ। কারণ হলো যেমন বেড়ানো হয়ে তেমনি ইতিহাস ঐতিহ্য ও এর নিদর্শন দেখা যাবে এবং অনেক কিছু জানাও যাবে।
মাদারীপুর জেলার আমড়াতলা এবং খাতিয়াল গ্রামের মধ্যবর্তী কালকিনি উপজেলায় অবস্থিত এই সেনাপতির দিঘী। এটি একটি ঐতিহাসিক নিদর্শন। ১৬৬৫ সালের ২৪ ডিসেম্বর শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ প্রায় ১৫ একর জায়গা জুড়ে (৬০,৭০৩ বর্গমিটার আয়তনের) এই দিঘীটি খনন করেন।
জনশ্রুতি রয়েছে যে, মোঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে সুবেদার শায়েস্তা খাঁর নেতৃত্বে উমেদ খাঁ চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করে ঢাকায় আসার সময় কিছুদিন কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী আমড়াতলা এবং খাতিয়াল এলাকায় অবস্থান করেন। সেই সময় এলাকার জনগণদের পানির অভাব দূর করার জন্য সেনাপতি ইসলাম খাঁর সেনাবাহিনী এই দীঘিটি খনন করেছিলেন। সে কারণেই এই দীঘিটির নামকরণ করা হয় সেনাপতির দিঘী। ছুটির দিনে প্রায় সাড়ে তিনশত বছরের পুরনো মোঘল আমলের এই দিঘীর পাড়ে অনেক দর্শনার্থী ঘুরতে এবং পিকনিক করতে আসেন।
সেনাপতি দিঘীর দৈর্ঘ ২৮৮ মিটার এবং প্রস্থ ১৫৭ মিটার ও প্রতি পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার। ঐতিহাসিক সেনাপতির দীঘি নিয়ে নানা লোককথা প্রচলিত রয়েছে। বাঁশ ঝাড়ে ঘেরা এই দীঘির পানি কখনই নাকি শুকায় না। কথিত রয়েছে, দীঘি খননের পর পানি না উঠায় এই স্থানে ঘোড়দৌড়ের আয়োজনও করা হয়। ঘোড়দৌড়ের এক পর্যায়ে দীঘির দক্ষিণ দিক হতে পানি উঠতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই দীঘিটি পানিতে একেবারে পূর্ণ হয়ে যায়। এককালে বিভিন্ন অনুষ্ঠানাদির জন্য দীঘির কাছে থালা-বাসন চাইলে রাতের বেলা দীঘির পাড়ে থালা-বাসন উঠে আসতো, আবার অনুষ্ঠান শেষে দীঘির পাড়ে রেখে আসলে দিঘীসেগুলো ফেরত নিয়ে নিতো বলে জনশ্রুতি রয়েছে। কালকিনি উপজেলার স্থানীয় হিন্দুদের অনেকেই মনে করেন যে, সেনাপতি দীঘির পানিতে রোগ মুক্তির বিশেষ ক্ষমতাও রয়েছে।
রাজধানী ঢাকার গাবতলী ও কেরানিগঞ্জ হতে মাদারীপুরগামী সরাসরি বাস সার্ভিস রয়েছে। গাবতলী হতে চন্দ্রা, সার্বিক ও সোহেল পরিবহনের বাসে মাদারীপুর যেতে পারবেন। আবার গাবতলী হতে বরিশালগামী যেকোন বাসে মোস্তফাপুর নেমে সেখান থেকে বাস/অটোরিক্সায় মাদারীপুর সদরে যাওয়া যাবে। নৌপথে, ঢাকার সদরঘাট হতে এমভি তরীকা এবং দ্বীপরাজ লঞ্চ মাদারীপুর রুটে চলাচল করে থাকে। মাদারীপুর জেলা হতে বাসে কালকিনি উপজেলায় পৌঁছে অটোরিকশায় চড়ে মাদারীপুর-পাথুরিয়া পাড় রোড দিয়ে ১৩ কিলোমিটার দূরের এই সেনাপতি দিঘী দেখতে যেতে পারবেন।
কালকিনি উপজেলায় থাকার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। মাদারীপুর শহরে সুমন হোটেল, হোটেল মাতৃভূমি, হোটেল পলাশ, সৈকত হোটেল, হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল এবং হোটেল জাহিদের মতো বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে।
কালকিনি উপজেলার কাছে গৌরনদীতে বেশ ভালো মানের কিছু রেস্তোরাঁ রয়েছে, সেখানে আপনা খেতে পারেন।
মাদারীপুরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে গনেশ পাগল সেবাশ্রম, মিঠাপুর জমিদার বাড়ি, শকুনি লেক এবং আউলিয়াপুর নীলকুঠি উল্লেখযোগ্য বেড়ানোর জায়গা রয়েছে।
তথ্যসূত্র: https://vromonguide.com
This post was last modified on ফেব্রুয়ারী ২৩, ২০২০ 2:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…