The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফোনে কথা বলতে গিয়ে বসে পড়লেন জোড়া সাপের ওপর! তারপর কী ঘটলো?

সাপদুটির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তিনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক গৃহবধু ফোনে কথা বলতে বলতে এক সময় বসে পড়লেন জোড়া সাপের ওপর! তারপর কী ঘটলো জানেন? তাহলে জেনে নিন বিষয়টি। কথা বলতে বলতেই বিছানায় দুটি সাপের ওপরেই বসে পড়েন গীতা নামে জনৈক গৃহবধূ। সাপদুটির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গীতা। সম্প্রতি অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে।

ফোনে কথা বলতে গিয়ে বসে পড়লেন জোড়া সাপের ওপর! তারপর কী ঘটলো? 1

এক গৃহবধু ফোনে কথা বলতে বলতে এক সময় বসে পড়লেন জোড়া সাপের ওপর! তারপর কী ঘটলো জানেন? তাহলে জেনে নিন বিষয়টি। কথা বলতে বলতেই বিছানায় দুটি সাপের ওপরেই বসে পড়েন গীতা নামে জনৈক গৃহবধূ। সাপদুটির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গীতা। সম্প্রতি অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গেরস্থের বাড়িতে ঢুকে বিছানার চাদরের সঙ্গে মিশে বসে ছিল দুই খানা বিষাক্ত সাপ। আসলে ঠিক বসেছিল না, সঙ্গমরত অবস্থাতে ছিল সর্পযুগল। এদিকে ফোনে কথা বলতে বলতে একটুও খেয়াল না করে সেই সাপ যুগলের ওপরেই বসে পড়েন ওই গৃহবধূ গীতা!

খবরে বলা হযেছে, থাইল্যান্ডে কর্মরত জয় সিং যাদবের স্ত্রী গীতা স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতে তিনি খেয়ালই করেননি কখন একজোড়া সাপ তাদের শোবার ঘরেই ঢুকে পড়েছে। গীতার বাড়িতে যে বিছানাটি পাতা তাতে ছিল একটি প্রিন্টেড চাদর। ওই চাদরের উপরেই উঠে পড়ে ২টি বিষধর সাপ।

ফোনে কথা বলতে বলতেই নিজের ঘরে ঢুকে পড়েন গীতা। ছাপা চাদরে মিশে থাকায় বিছানায় যে আসলে দুই খানা সাপ বসে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি গীতা। কথা বলতে বলতেই বিছানায় সাপের উপরে বসে পড়েন তিনি। মুহূর্তেই ঘটে গেলো সর্বনাস! সাপদুটির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন গীতা।

এই সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলতে চলতেই তার মৃত্যু ঘটে। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা গীতার ঘরে ফিরে এসে সাপ দু’টিকে বিছানাতে দেখতে পান। যায় কোথায়, সঙ্গে সঙ্গেই সাপ দু’টিকে পিটিয়ে মেরে ফেলেন ক্ষুব্ধ প্রতিবেশীরা।

গীতা যখন বুঝতে না পেরে সাপের উপরে বসে পড়েছিলেন, সেই সময় আসলে সাপ দুটি সঙ্গমরত অবস্থায় ছিল বলেই নিশ্চিত করেছেন ভেটেরিনারি বিশেষজ্ঞরা।

Loading...