দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২৭ মার্চ মুক্তি পেতে চলেছে নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘নীল মুকুট’। সিনেমাটি মুক্তির কথা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইতিপূর্বে ‘নীল মুকুট’-এর মুক্তির তারিখ ঘোষণা করে সোশাল মিডিয়ায় নির্মাতা কামার লিখেছেন, ‘প্রত্যেকবার ছবি মুক্তির আগেই একটা শিরশিরে অনুভূতি হয়, মনে হয় এই প্রথম পিতা হলাম!’
আগামী ২৭ মার্চ মুক্তি পেতে চলেছে নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘নীল মুকুট’। সিনেমাটি মুক্তির কথা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ইতিপূর্বে ‘নীল মুকুট’-এর মুক্তির তারিখ ঘোষণা করে সোশাল মিডিয়ায় নির্মাতা কামার লিখেছেন, ‘প্রত্যেকবার ছবি মুক্তির আগেই একটা শিরশিরে অনুভূতি হয়, মনে হয় এই প্রথম পিতা হলাম!’
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নীল মুকুট’-এর পোস্টার প্রকাশের পর হতেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার দেখে একজন মন্তব্য করেন, ‘বাংলা সিনেমার পোস্টার এতো সুন্দর ও গভীর হবে, এটাই চাওয়াে ছিলো সব সময়।’
ইতিমধ্যেই উৎসবের পূর্বে দেশে ‘নীল মুকুট’ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেখিয়েছেন কামার আহমাদ। সেই সময় কামারের ভাষ্য ছিলো, ‘উৎসবে না দেওয়া নিয়ে আমার মধ্যে দুটো ভাবনা কাজ করেছে। উৎসব আমার কাছে খুবই প্রিয় কিন্তু উৎসবের জন্যেই আমি ছবি বানাই না। আরেকটা বিষয় হলো, উৎসব নিয়ে আমাদের অতি-উদযাপন যে দৈন্যটা তৈরি করছে সেটাও বন্ধ হওয়া প্রয়োজন।’
উল্লেখ্য, মুম্বাইয়ে ‘স্বর্ণশঙ্খ’ ও প্যারিসে ‘গ্রাঁপ্রি’ বিজয়ী ‘শুনতে কি পাও!’-এর নির্মাতা কামার আহমাদের ভাষায় ‘নীল মুকুট’ তার অপরিকল্পিত ছবি। এ পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি এই নির্মাতা। ইতিপূর্বে শুধু জানিয়েছিলেন, বিমানের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় এসেছিলো। ‘নীল মুকুট’-এর পরিবেশনার সঙ্গে সংযুক্ত রয়েছে কোয়াইট অন সেট প্রোডাকশন।
This post was last modified on মার্চ ২, ২০২০ 1:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৪ সালের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলেজ জীবনের প্রেম তীব্র হয়। যে প্রেম পৃথিবীর সব ধরনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারের ঈদেও আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা…