দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিপণিবিতান গুলোর চেঞ্জিং রুমের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছে জনপ্রিয় অভিনেত্রী মেহজান চৌধুরীকে। আসলেও কী তাই? বিপণিবিতান গুলোর চেঞ্জিং রুমের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি সম্পর্কে নারীদের আরও সচেতন হতে কলম ধরলেন মেহ্জাবীন নিজেই। লিখেছেন নাটক। ‘থার্ড আই’ নামে এই নাটকের চিত্রনাট্যও করেছেন তিনি নিজেই। মেহ্জাবীনের লেখা এবং চিত্রনাট্যের এই নাটকের পরিচালক হলেন শ্রাবণী ফেরদৌস।
বিপণিবিতান গুলোর চেঞ্জিং রুমের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছে জনপ্রিয় অভিনেত্রী মেহজান চৌধুরীকে। আসলেও কী তাই? বিপণিবিতান গুলোর চেঞ্জিং রুমের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি সম্পর্কে নারীদের আরও সচেতন হতে কলম ধরলেন মেহ্জাবীন নিজেই। লিখেছেন নাটক। ‘থার্ড আই’ নামে এই নাটকের চিত্রনাট্যও করেছেন তিনি নিজেই। মেহ্জাবীনের লেখা এবং চিত্রনাট্যের এই নাটকের পরিচালক হলেন শ্রাবণী ফেরদৌস।
কেনাকাটা করতে গিয়ে অনেক নারীর নানা রকম তিক্ত অভিজ্ঞতার কথা কানে আসে মেহ্জাবীন চৌধুরীর। এই তিক্ত অভিজ্ঞতায় ঘাবড়ে যান মেহ্জাবীন। তাই নাকি কখনই কোনো পোশাক কিনতে গেলে চেঞ্জিং রুমেই যান না। তবে নিজে সচেতন থাকলে এই বিষয়টির বিষয়ে অন্যদেরও সচেতন করতে চান তিনি। তাই তো নিজের মনের ভাবনাটা গল্প আকারে লিখেছেন মেহ্জাবীন। তারপর ভাবনাটা ভাগাভাগি হয় পরিচালকের সঙ্গে। পরিচালক জানিয়েছেন, এটি নিয়ে তিনি নাটক বানাতে চান। উপলক্ষ হিসেবে বেছে নেওয়া হলো নারী দিবসকে- জানিয়েছেন মেহ্জাবীন।
মেহ্জাবীনের লেখা ও চিত্রনাট্যে এটিই প্রথম নাটক হলেও গত ঈদে তার গল্পভাবনায় একটি নাটক নির্মিত হয়েছিলো। ‘স্বপ্ন দেখি আবারও’ শিরোনামের নাটকটির পরিচালক ছিলেন মাহমুদুর রহমান।
এই বিষয়ে মেহ্জাবীন বলেন, ‘দেড় বছর আগে এই ইস্যু নিয়ে কাজ করার ভাবনা আমার মাথায় আসে। তবে নানা কারণে তা আর হয়ে ওঠেনি। এবারের নারী দিবসের আগে ভাবলাম যে, এটা যেহেতু নারীকেন্দ্রিক গল্প, এই সময়টায় করা যেতে পারে।
This post was last modified on মার্চ ২, ২০২০ 1:56 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশুরাজ সিংহের হাবভাব দেখে কিছুই বুঝতে পারছিলেন না উপস্থিত পর্যটকরা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৯ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৫ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার কোনও কাজই সারাদিন ঠিকমতো হচ্ছে না। স্ট্রেসও বাড়ছে। দিনের…