দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুল পড়া বন্ধ করতে কী করবেন? সেই বিষয়টি আজ আপনারা জেনে নিন। তাহলে খুব সহজেই আপনার চুল পড়া সমস্যার সমাধান হবে।
রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে আমরা তেজপাতা ব্যবহার করে থাকি। তবে উপকারী এই পাতাটি যে আপনার চুলের যত্নেও সমানভাবে কার্যকরি সেই কথা কী আগে কখনও জানতেন? যারা দীর্ঘদিন চুল পড়ার সমস্যায় ভুগছেন, তারা একবার তেজপাতার নির্যাস ব্যবহার করে দেখুন। মাত্র এক সপ্তাহের ব্যবহারেই চোখে পড়ার মতো ফল পাবেন আপনি।
শুধু চুল পড়া বন্ধে নয়, খুশকি ও চুলের রুক্ষতা কমাতেও দারুণ এক কার্যকরি তেজপাতা। তেজপাতা ব্যবহার করে খুব সহজেই নির্মূল করতে পারবেন আপনার চুলের যাবতীয় সকল সমস্যা। কীভাবে এই সমস্যার সমাধান হবে আজ সেটি জেনে নিন।
তেজপাতার নির্যাস ব্যবহার করলে মাত্র পনেরো দিনের মধ্যেই চুল পড়া কমে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তার জন্য গোটা দশেক ভালো পরিষ্কার তেজপাতা নিয়ে তা ধুয়ে নিন। এখন একটা পাত্রে এক লিটার পানি গরম করুন। পানি ফুটে উঠলেই তাতে তেজপাতাগুলো দিয়ে দিন। এখন তেজপাতাসমেত পানিটুকু ৫ হতে ৬ মিনিট ফুটতে দিন। এরপর চুলা হতে নামিয়ে ঠাণ্ডা করে তেজপাতা তুলে ফেলে দিন। এই তেজপাতা ফোটানো পানিটুকু দিয়ে চুল ও মাথা ভালো করে ধুয়ে নিন। প্রতিদিনই ব্যবহার করা যাবে।
২ কাপ পানিতে ৪/৫টা তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ফুটে গেলে তেজপাতা ফেলে দিয়ে পানিটুকু ভালো করে ছেঁকে নিন। শ্যাম্পু করা চুলে এই পানিটুকু ঢেলে মিনিট পাঁচেক অপেক্ষা করতে হবে, এরপর পরিষ্কার পানি দিয়ে তা ধুয়ে নিন। সপ্তাহে একদিন করলেই চুলের রুক্ষতা অনেকখানি কমে যাবে, চুল পড়াও কমবে।
৪টি তেজপাতা ভালো গ্রাইন্ডারে কিংবা শিলপাটায় দিয়ে গুঁড়া করে নিন। আধাকাপ নারিকেল তেলে ওই পাতার গুঁড়াটি ঢেলে দিন। নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও নিতে পারেন। পাতার গুঁড়া মেশানো তেলটা মিনিট পাঁচেক হালকা আঁচে গরম করে নিতে হবে। এরপর এই গরম তেলে তুলো ভিজিয়ে চুলের গোড়ায় ও চুলে মেখে খুব ভালো করে ম্যাসাজ করুন। তারপর এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহার করতেও ভুলবেন না। সপ্তাহে একদিন ব্যবহার করলে খুশকি আপনার ধারেপাশেও ঘেঁষতে পারবে না।
This post was last modified on মার্চ ৩, ২০২০ 4:23 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…