দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার প্রভাব যেনো সর্বত্র। ব্যবসা বাণিজ্যসহ সব ক্ষেত্রেই এই প্রভাব পড়েছে। দেশে করোনার রুগি শনাক্ত হওয়ার পর এই আশংকা আরও দানা বেঁধেছে। শোনা যাচ্ছে করোনার কারণে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে।
করোনার প্রভাব যেনো সর্বত্র। ব্যবসা বাণিজ্যসহ সব ক্ষেত্রেই এই প্রভাব পড়েছে। দেশে করোনার রুগি শনাক্ত হওয়ার পর এই আশংকা আরও দানা বেঁধেছে। শোনা যাচ্ছে করোনার কারণে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ আগামী ২০ মার্চ মুক্তির কথা ছিল। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস জুটির প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এখন করোনার কারণে বেশ খানিকটা সময় পিছিয়ে যেতে পারে। ইতিমধ্যেই দেশে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। পরিস্থিতি এমন থাকলে নির্ধারিত তারিখে ছবিগুলো মুক্তি হতে পিছিয়ে আসতে পারেন- এমন আভাসই দিয়েছেন প্রযোজকরা।
আগামী ২০ মার্চ প্রতিক্ষিত দুই ছবির মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে বাপ্পি-অপু জুটির প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিটি ইতিমধ্যে প্রচার প্রচারণায়ও শুরু করা হয়।
মুক্তির তারিখ এখনও ঠিক থাকলেও পরিচালক বলেন, আজ অব্দি মুক্তির তারিখ ২০ মার্চই রয়েছে। দেশের ৮০টির মতো সিনেমা হলে এখন ছবিটির ট্রেলারও চলছে। তবে দেশের অবস্থা পর্যবেক্ষণ করে মুক্তির পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা প্রযোজনা প্রতিষ্ঠানই বিষয়টি জানাবে। এখন পর্যন্ত বলতে পারি যে ২০ মার্চই মুক্তি পাচ্ছে।’
উল্লেখ্য, ইতিমধ্যেই করোনার জন্য ১৩ মার্চ মুক্তি প্রতিক্ষিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক মাসুদ হাসান উজ্জল।
This post was last modified on মার্চ ১১, ২০২০ 11:28 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…