দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত সব রকমের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল (বুধবার) রাত ৮টায় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ তথ্য দিয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, “আপাতত ৩১ মার্চ পর্যন্ত টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত কবে হতে কার্যকর হবে সেটি (বৃহস্পতিবার) সন্ধ্যায় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়। কারণ এই মুহূর্তে বেশ কিছু ইউনিট শুটিং এর জন্য ঢাকার বাইরে অবস্থান করছেন। টেলিভিশন নাটক সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আবার বসে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো যে ২১ নাকি ২২ মার্চ থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হবে।’
এই বৈঠকে অংশ নেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সভাপতি ইরেশ যাকের, ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক, আহসান হাবিব নাসিমসহ অনেকেই।
এর পূর্বে ১৮ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। ১৮-৩১ মার্চ শিল্পকলা একাডেমির ৫টি মিলনায়তনে সব রকম অনুষ্ঠানও বাতিল করা হয়।
অপরদিকে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করতে আহ্বান জানিয়েছে।