দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসায় বিভিন্ন আবিষ্কারে জানপ্রাণ দিয়ে চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন আবিষ্কার হলো মাত্র ৫ মিনিটেই হবে করোনা টেস্ট!
বিশ্বের কোথাও রয়েছে করোনার টেস্ট কিটের অভাব আবার কোথাও যে কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে তাতে সময় লাগছে অনেক বেশি। এমন অবস্থায় এক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান করোনা টেস্টের নতুন এক প্রযুক্তি আবিষ্কার করলো। যাতে দাবি করা হয়েছে মাত্র ৫ মিনিটেই করোনার সফল টেস্ট করা সম্ভব হবে।
স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাবট ল্যাবরেটরি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ হতে এই সংস্থাকে খুব দ্রুতই অনুমোদন দেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে এই পরীক্ষা চালু করার জন্য আগামী সপ্তাহের মধ্যেই অনুমোদন দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ছোট একটি পোস্টারের মতো দেখতে অ্যাবোটের তৈরি এই যন্ত্রটি। মলিকিউলার টেকনোলজি ব্যবহার করে এই যন্ত্র তৈরি করা হয়। এতে কারও দেহে করোনা সংক্রমণ হয়েছে কি না তা বলে দেওয়া যাবে মাত্র ৫ মিনিটের মধ্যেই, সংক্রমণ না হলে সেটি বলতে সময় লাগবে ১৩ মিনিট। সংস্থার তরফ হতে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই প্রযুক্তির কথা জানানো হয়।
অ্যাবট এর প্রেসিডেন্ট ও চীফ অপারেটিং অফিসার বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এই যন্ত্রটি খুবই কার্যকরি হবে। মাত্র কয়েক মিনিটেই যদি ফলাফল সামনে আসে, তাহলে করোনার চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। যেহেতু এই মেশিনটি আকারে খুব ছোট, তাই এটি হাসপাতালের বাইরের দিকে যে কোনো একটি জায়গাতে রেখে দেওয়া যাবে। হাসপাতালের ভিতরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও থাকবে না।