দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের ওষুধের জন্য যেনো হাহাকার পড়ে গেছে। করোনার তেমন কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি। তবে কিছু কিছু ঠাণ্ডাজনিত ওষুধ করোনায় কাজে লাগছে। তেমনই একটি ওষুধ ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ ওষুধ। যার জন্য ভারতের কাছে ধর্না দিয়েছে ৩০ দেশ।
এখন পর্যন্ত প্রাণঘাতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে এই নিয়ে রাতদিন গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা। তবে সাফল্যের দেখা এখনও তেমন একটা মেলেনি। কতোদিন নাগাদ এই ওষুধ পাওয়া যাবে, তাও নিশ্চিত করে বলতে পারছেন না গবেষকরা।
তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ‘হাইড্রোকুইনন’ নামে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধই কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশেষ কার্যকরি হচ্ছে। এটা জানার পরই গত ২৫ মার্চ ওই ওষুধের রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তারপরই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হচ্ছে ভারতকে।
তাই ইচ্ছা করলেই এই ওষুধকে নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারছে না ভারত। জানা গেছে, ইতিমধ্যে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পৌঁছে গেছে এই ওষুধটি। তবে শুধু এক দুটি দেশ নয়, ম্যালেরিয়ার ওষুধ বা হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে অনেকগুলো দেশ। ওইসব দেশের রাষ্ট্রনেতারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে ওষুধ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ হতে অনুরোধ এসেছে ভারতের কাছে। তাই বলতে গেল ফার্মা সেক্টরে রীতিমতো গুরুত্ব বেড়ে গেছে ভারতের।
তবে দেশের অনুরোধকেই বেশি গুরুত্ব দিয়ে দেখছে ভারত। সবার আগে দেশের চাহিদা মেটানো সম্ভব কি-না সেটি দেখা হচ্ছে।
করোনা সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর হতে এ পর্যন্ত ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই তালিকায় রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি, স্পেনের প্রধানমন্ত্রী, সৌদি যুবরাজ। গোটা বিশ্বজুড়ে এই ভাইরাস নিয়ন্ত্রণে আনতে কী কৌশল নেওয়া যায়-রাষ্ট্রনেতাদের সঙ্গে সেই বিষয়ে কথা হয়েছে ভারতের।
এই দুর্যোগে জরুরি ওষুধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেজন্য ধন্যবাদও জানিয়েছেন।
কোলকাতাভিত্তিক সংবাদ মাধ্যম কোলকাতা২৪*৭ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে যে, ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ নামে ওই ওষুধের ২৯ মিলিয়ন ডোজ ইতিমধ্যেই রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্দেশে। গুজরাট হতে জাহাজে করে পাঠানো হচ্ছে ওই ওষুধ।
মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয় যে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়নের চেয়েও বেশি। বেশির ভাগটাই ইতিমধ্যে ভারত থেকে রওনাও হয়েছে। আমি নরেন্দ্র মোদিকে এজন্য অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। নরেন্দ্র মোদি ভীষণ ভালো মানুষ।
বুধবার রাতে টুইটারে ভারতকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন যে, ‘কঠিন সময় বন্ধুদের সহযোগিতা বেশি করে প্রয়োজন হয়। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত ও ভারতবাসীকে ধন্যবাদ। কখনও ভুলবো না। ধন্যবাদ নরেন্দ্র মোদি। আপনার নেতৃত্ব শুধু ভারতের নয়, গোটা মানবজাতির।’
প্রাণঘাতি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে আক্রান্তের সংখ্যাও ১৬ লাখ ছুঁয়েছে।
এই পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬ জন। মারা গেছে ১৬ হাজার ৬৯১ জন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।