দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের সুপারস্টার আমির খানকে ‘খুনি’ সাজিয়ে পাকিস্তানের একটি টিভি চ্যানেল খবর প্রচার করেছে। এই ঘটনায় দুনিয়া জোড়া নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
তবে নামের বিভ্রান্তির কারণেই নাকি এমন ভুল হয়েছে বলে দাবি করেছে নিউজভিত্তিক ওই টিভি চ্যানেলটি। পরে ভুল বুঝতে পেরে সেই ছবি সরিয়েও নেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, খুনের এক অভিযুক্তকে নিয়ে খবর প্রচার করতে গিয়ে বলিউড তারকা আমির খানের মুখ বসিয়ে সেই ছবি সম্প্রচার করে পাকিস্তানি একটি টিভি নিউজ চ্যানেল।
চ্যানেল কর্তৃপক্ষের চোখে যখন সেই ভুল ধরা পড়েছে, ততোক্ষণে সোশ্যাল মিডিয়ায় তা ট্রোল হয়ে যায়। অবশ্য টিভি চ্যানেলটির নাম প্রকাশ করা হয়নি ওই প্রতিবেদনে।
জানা যায়, নামের বিভ্রান্তির কারণেই নাকি এমন ভুল হয়েছে। যিনি খুনে অভিযুক্ত হয়েছেন, তিনিও আমির। এমকিউএম নেতা আমির খান। খুনের অভিযোগ হতে অব্যাহতি পাওয়ায় ওই পাকিস্তানি নেতাকে নিয়ে খবর সম্প্রচার করছিল ওই চ্যানেলটি।
তবে গ্র্যাফিক্স প্লেটটি যিনি বানিয়েছেন, তিনি হয়তো বলিউড অভিনেতাকেই চিনতেন না। তাই গুগলে ছবি সার্চ করে, অভিনেতা আমির খানের মুখ বসিয়ে দিয়েছেন!
চ্যানেলের সেই ছবির স্ক্রিনশট নিয়ে টুইটারে সেটি শেয়ার করেন সাংবাদিক নায়লা ইনায়ত। খবরের বিষয় ছিল– দীর্ঘ ১৭ বছর পর খুনের অভিযোগ হতে অব্যাহতি পেলেন এমকিউএম নেতা আমির খান। খবরের সঙ্গে অভিনেতা আমিরের ছবি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন ওই সাংবাদিক নিজেও।
পরে চ্যানেলটি তাদের ভুল বুঝে সেই ছবি পাল্টে দিয়েছে। তবে ততোক্ষণে ভাইরাল হন আমির খান। তবে চ্যানেল কর্তৃপক্ষ আমির খানের কাছে ক্ষমা চেয়েছেন কি না তা অবশ্য জানা যায়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।