দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৮ বছর পর গত মঙ্গলবার দখলদার ইসরাইলের কারাগার হতে মুক্তি পেয়েছে ইসমাইল আবু ইশা। দীর্ঘ এই সময়টিতে ইসমাইল আবু ইশার জন্য অপেক্ষায় ছিলেন তারই বাগদত্তা ইকরিম আবু ইশা।
জেল হতে মুক্তি পাওয়ার পর আবেগঘন এবং ভালোবাসাপূর্ণ একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। ইকরিম ফুলের মালা হাতে নিয়ে জেলখানার গেটে দাঁড়িয়েছিলেন হবু স্বামীর অপেক্ষায়। এই সময় তার চোখ থেকে বার বার গড়িয়ে পড়ছিল পানি।
করোনা ভাইরাস ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশিকার কারণে তারা অবশ্য একে অপরকে আলিঙ্গন করতে পারেননি। ইসমাইল আবু ইশা কারাগার হতে মুক্তি পাওয়ার পর অন্যান্য বন্দিদের মতোই ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পালন করবেন।
ইসরাইলি সেনারা ২০০২ সালের ১৫ এপ্রিল ফিলিস্তিনের বাইতুল ওজান নামক এলাকা হতে বিদ্রোহ করার অভিযোগ এনে ইসমাইল আবু ইশাকে তার বিবাহের পূর্বে গ্রেফতার করেছিলো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।