দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হংকং শুরু থেকেই দারুণ ব্যবস্থাপনায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে। শহরটিতে এ পর্যন্ত মাত্র ১ হাজার ২৫ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে, মারা গেছেন মাত্র চারজন। করোনা নিয়ন্ত্রণে থাকার পরেও হংকং নিষেধাজ্ঞা বাড়াচ্ছে।
তাছাড়াও মার্চের পর হতে প্রথমবারের মতো সোমবার নতুন কোনও রোগীও পাওয়া যায়নি দেশটিতে। তারপরও নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াচ্ছে চীনের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি।
মঙ্গলবার হংকংয়ের প্রধান নেতা ক্যারি লাম ঘোষণা দিয়েছেন যে, শহরটিতে আরও ১৪ দিন করোনা সম্পর্কিত সবধরনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
হংকং কর্তৃপক্ষ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৯ মার্চ চারজনের বেশি মানুষ জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে। পরে এর সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
শহরটিতে সকল বিনোদন কেন্দ্র, ক্রীড়া কমপ্লেক্স, জিম, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এছাড়াও বিমানবন্দরগুলো দিয়ে বিদেশিদের আগমন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ রয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।