দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেক জায়ান্ট গুগল-এ যোগ দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অফার লেটার পেলেন বাংলাদেশের অনিক সরকার।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গুগলের ইউরোপ অঞ্চলের প্রধান কার্যালয়ে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দিতে অনিককে প্রস্তাব দিলো গুগল।
সম্প্রতি গুগলের পক্ষ হতে এমন অফার লেটার পেয়েছেন বলে নিজ ফেসবুক আইডিতে বিষয়টি তুলে ধরেছেন অনিক সরকার। অনিক জানিয়েছেন, গুগল ক্লাউড স্টোরেজ এর সফটওয়্যার রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন অনিক সরকার।
জানা যায় যে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এই অনিক সরকার।
সেখানেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত রয়েছেন অনিক সরকার। সেইসঙ্গে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছেন অনিক সরকার।
তার আগে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন অনিক সরকার।
তথ্যসূত্র: bdnews24us.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।