The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘ত্রিভুজ’ চলচ্চিত্রে আসছেন সিয়াম-পূজা

আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহে শুটিং শুরু হবে এই সিনেমাটির

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক সৈকত নাসির, অনন্য মামুন এবং দীপঙ্কর দীপন মিলে তৈরি করেছেন ‘ত্রিভুজ’ শিরোনামে একটি চলচ্চিত্র।

‘ত্রিভুজ’ চলচ্চিত্রে আসছেন সিয়াম-পূজা 1

আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহে শুটিং শুরু হবে এই সিনেমাটির। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন নির্মাতদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে।

জানা যায়, করোনার সময় তিন পরিবারের ৩টি গল্প নিয়ে নির্মাণ হবে ‘ত্রিভুজ’ চলচ্চিত্রটি। তিনজন পৃথক ৩টি গল্প বলবেন না। ওই একটি গল্পই তিনজন পরিচালনা করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনন্য মামুন, ইশতিয়াক আহমেদ ও পাপ্পু রাজ।

জানানো হয়েছে, এই ‘ত্রিভুজ’ সিনেমায় দেখা যেতে পারে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরি জুটিকে। ইতিমধ্যে সিয়াম ও পূজার সঙ্গে একাধিক ভার্চুয়াল মিটিংও সেরেছেন এই তিন পরিচালক। এছাড়াও সিয়াম-পূজার সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে প্রাথমিক কথাবার্তাও প্রায় চূড়ান্ত বলে নিশ্চিত করেছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

যদিও এ সম্পর্কে পরিচালক অনন্য মামুনের বক্তব্য হলো, দুতিনদিন পর শিল্পীদের চূড়ান্ত করে নাম প্রকাশ করা হবে। তিনি আরও জানিয়েছেন যে, ঈদুল আজহায় সিনেপ্লেক্স এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ত্রিভুজ’ চলচ্চিত্রটি। যদি করোনার কারণে সিনেমা হল, সিনেপ্লেক্স না খোলা হয় তাহলে ঈদে অ্যাপসে মুক্তি দেওয়া হবে ‘ত্রিভুজ’ চলচ্চিত্রটি।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...