The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শরীয়তপুরের বুড়ির হাট জামে মসজিদ

এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করা হয় বুড়ির হাট বাজারে প্রায় একশত বছর পূর্বে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৬ জুন ২০২০ খৃস্টাব্দ, ১২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

শরীয়তপুরের বুড়ির হাট জামে মসজিদ 1

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় অবস্থিত বুড়ির হাট জামে মসজিদটি বাংলাদেশের ইসলামী স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন।

এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করা হয় বুড়ির হাট বাজারে প্রায় একশত বছর পূর্বে। ঐতিহাসিক বুড়ির হাট মসজিদটি অত্র জেলার সর্বোৎকৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে বিশেষ স্থান দখল করে রয়েছে।

ঐতিহাসিক এই বুড়ির হাট জামে মসজিদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। জানা যায় যে, কারুকার্যখচিত এই মসজিদ নির্মাণের জন্য ইংলেন্ড হতে কংক্রিট, সিমেন্ট ও কোলকাতা হতে দামী পাথর আনা হয়। ৮০ দশকে বুড়ির হাট মসজিদের বর্তমান বৃহদাকার মিনারটি নির্মাণ করা হয়েছিলো।

তথ্যসূত্র: vromonguide.com

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...