দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করেই এক যুবক বুঝতে পারলেন তার প্যান্টের মধ্যে সাপ! ৭ ঘণ্টা চুপচাপ দাঁড়িয়ে থেকে একটি গোখরা সাপের কামড় থেকে নিজেকে বাঁচালেন এক যুবক!
আসলে ওই সাপটি তার পরনে প্যান্টের ভেতরে ঢুকে ঘুমাচ্ছিল। যে কারণে নড়াচড়া না করে খুব সতর্কতার সঙ্গে ৭ ঘণ্টা পর প্যান্ট কেটে বের করা হলো ওই গোখরা সাপটিকে। যে কারণৈ এ যাত্রায় বেঁচে যান লাভকেশ কুমার নামে ওই যুবক। এই ঘটনাটি ঘটেছে সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরের সিকান্দরপুর গ্রামে।
ইতিমধ্যেই ওই যুবকের গায়ে কাঁটা দেওয়ার সেই ঘটনার ভিডিও ভারতের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।
কোলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্প্রতি এক দল শ্রমিক বিদ্যুতের পোল এবং তার লাগানোর কাজ করতে গিয়েছিলেন সিকান্দরপুর গ্রামে। কাজ শেষে রাতে খাওয়ার পর শুয়ে পড়েন শ্রমিকরা। মধ্যরাতে ঘুমানোর সময় লাভকেশ কুমারের পরনে থাকা প্যান্টের ভেতর ঢুকে যায় ওই গোখরাটি।
বিষয়টি টের পাওয়ার পর দেওয়ালের থাম ধরে প্রায় সাত ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন ওই যুকত লাভকেশ। ভোর বেলায় বাকি শ্রমিকদের ঘুম ভাঙলে তারা বন্ধুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকই হন। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে স্থানীয় সাপুড়েকে খবর দেওয়া হয়। সাপুড়ে এসে সাবধানে লাভকেশের প্যান্ট কেটে মুক্ত করেন ওই সাপটিকে। তারপর সাপটিকে ধরে খাঁচায় ভরে নিয়ে যান সাপুড়ে।
টুইটার ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিওতে দেখা গেছে, থাম ধরে দাঁড়িয়ে রয়েছেন ওই যুবক। ওই সাপুড়ে কাঁচি দিয়ে ধীরে ধীরে যুবকের প্যান্ট কাটছেন। এই সময় খুব ভীত অবস্থা দেখা যাচ্ছিল ওই যুবককে। প্যান্ট কাটার পর সবাই সরে গেলে বেরিয়ে আসে ওই সাপটি!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।