দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারীর মধ্যে কুয়েত হতে দেশে ফিরেই এক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন এক প্রবাসী। স্বামীকে বরণ করতে এসে বিমানবন্দরে দুই স্ত্রী হাতাহাতি শুরু করে দেন!
মঙ্গলবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার দুই স্ত্রীই তাকে বরণ করতে হাজির হয়েছিলেন। কাকে রেখে কার সঙ্গে যাবেন তিনি তা নিয়ে শেষ পর্যন্ত দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়!
ওই সময় দুই স্ত্রীর মাঝে শুরু হয় প্রচণ্ড ঝগড়া। সেটি থামাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মীদের।
বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী সংবাদ মাধ্যমকে এই ঘটনা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তারই দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন প্রচণ্ড বিবাদে।
সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমেই বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে যান ওই ব্যক্তি। তবে তার অপর স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই প্রবাসী জানান, দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অপরজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর দুই স্ত্রীসহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ওই কুয়েত প্রবাসীর বাড়ি হলো কুমিল্লার দাউদকান্দিতে। বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানিয়েছে, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।