দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আরব গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা সিরিয়াতে। নিকষ কালো এক অন্ধকারে নিপতিত হয়েছে সিরিয়া!
সিরীয় বিদ্যুৎমন্ত্রী মোহাম্মদ খারবোতলিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানায় বলেছেন যে, রবিবার গভীর রাতে দামেস্কর পাশে হঠাৎ করেই পাইপলাইনে বিস্ফোরণ কেঁপে উঠে পুরো রাজধানী দামেস্কের উপকণ্ঠ। এতে করে তাৎক্ষণিকভাবে গোটা সিরিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে কারণে দেশটি কয়েকটি প্রদেশের বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ কমে এসেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হামলার কারণেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। গতকাল (সোমবার) সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন দেশটির পেট্রোলিয়াম এবং খনিজসম্পদ মন্ত্রী আলী ঘানেম।
সিরিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় যে, বিস্ফোরণের পর বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দেশটির রাজধানী দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের আদ দুমাইর ও আদ্রা শহরের নিকট এই বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে আল আরাবিয়া।
এই ঘটনার প্রেক্ষিতে আলী ঘানেম বলেছেন, বিস্ফোরণের পর আমাদের বিশেষ দল সেখানে পাঠানো হয়। তারা যে আলামত পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে, সন্ত্রাসী হামলার কারণেই এমন একটি ঘটনার উৎপত্তি হয়েছে।
আল আরাবিয়া বলছে যে, সিরিয়ার পেট্রোলিয়াম এবং খনিজমন্ত্রী এই ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করলেও ঠিক কীভাবে এই হামলা সংগঠিত হয়েছে সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি। তাছাড়া কোনো গোষ্ঠীই এ পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
বিস্ফোরণের পর পরই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধীরে ধীরে সেখানকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন সিরিয়ার বিদ্যুৎমন্ত্রী।
আল আরাবিয়া তার খবরে বলছে, বিস্ফোরণটি হয়েছে আরব গ্যাস পাইপলাইনেই। এটি একটি আন্তর্জাতিক পাইপলাইন যেটি মিশর হতে সিরিয়া হয়ে জর্ডানে প্রবেশ করেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।