দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী কয়েক মাসের মধ্যে করোনা ভাইরাসের টিকার অনুমোদন পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রে জীবনযাপন স্বাভাবিক হতে আরও অন্তত পক্ষে এক বছর সময় লাগবে।
সম্প্রতি হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্কফোর্সের প্রধান অ্যান্থনি ফাউসি এই কথা বলেন। তিনি বলেন, ‘আপনি যদি স্বাভাবিকে ফিরে যাওয়ার মাত্রার বিষয়ে বলে থাকেন, যার সঙ্গে কোভিড পূর্ববর্তী সময়ের সাদৃশ্যও রয়েছে, তাহলে সেটি হবে ২০২১ সালে। এমনকি সেটি ২০২১ সালের শেষ পর্যন্তও গড়াতে পারে।’
সংবাদমাধ্যম এমএসএনবিসির সাক্ষাৎকারে ফাউসির কাছে করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়। ট্রাম্প বলেছিলেন যে, আমরা করোনার শেষ মুহূর্তে চলে এসেছি, অনেক ভালো কিছু ঘটবে।’
ফাউসি আরও বলেন, ‘আমি দুঃখিত যে, আমি এর সঙ্গে একেবারেই দ্বিমত পোষণ করছি। কারণ আপনি এখন যা বললেন সেই পরিসংখ্যানের দিকে যদি নজর দেন, তাহলে এগুলো বেশ ঝামেলাপূর্ণ দেখবেন। আমরা এক দিনে প্রায় ৪০ হাজার আক্রান্ত ও প্রায় এক হাজার মৃত্যুর মালভূমিতে দাঁড়িয়ে রয়েছি।’
করোনা নিয়ে ট্রাম্পের হালকা মূল্যায়ন প্রসঙ্গে ফাউসি আরও বলেছেন, ‘সত্যিকারার্থে হুমকিপূর্ণ কোনো কিছুকে কম গুরুত্ব দেওয়া ভালো কিছুই নয়।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।