দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন পুলিশের ভয়াবহ বর্বরতার দৃশ্য আবারও দেখলো বিশ্ববাসী। মাত্র ১৩ বছরের অটিস্টিক কিশোর লিনডেন ক্যামেরনকে মার্কিন পুলিশ কি নির্মমভাবে গুলি করেছিল তার ভিডিও দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়।
পুলিশের বডিক্যামেরা থেকে প্রকাশ করা ওই ভিডিওতে নিদারুণ নৃশংসতাও দেখা গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ১৩ বছর বয়সী এই কিশোর গুলি খেয়েও পুলিশকে বলছিল, ‘মাকে বলে দিও আমি তাকে খুব ভালোবাসি।’ ৪ সেপ্টেম্বর লিনডেনের সঙ্গে তার মায়ের একটু ঝামেলা হয়েছিলো। মানসিক সমস্যার কারণ সে অদ্ভুত আচরণও শুরু করে। পরে পুলিশের সাহায্য চেয়ে জরুরি সেবায় কল করেছিলেন তার মা। পুলিশ তার বাসায় এসে ছেলেকে একের পর এক গুলি করা শুরু করে।
গুরুতর আহত লিনডেনকে পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সল্টলেক সিটির পুলিশ কর্মকর্তা কিথ হরোকস সাংবাদিকদের জানিয়েছেন যে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
লিনডেনের মা পুলিশকে বলেছিলেন একটু ভয় দেখানোর জন্য। যাতে সে শান্ত থাকে। তবে পুলিশ ১১টির মতো গুলি চালিয়েছে!
এই বিষয়ে লিনডেনের মা বারটন বলেন, ‘আমি তাদের বার বার বলেছি, সে নিরস্ত্র, তার কাছে কোনো কিছুই নেই। সে শুধু পাগলামি করছিল ও চিৎকার চেঁচামেচি করছিল। একেবারেই শিশুর মতো সে, মনোযোগ পাওয়ার জন্যই হয়তো এমনটি করছিল।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।