দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উল্টা পাল্টা খেয়ে ডাক্তারকে আর মিথ্যা বলা যাবে না। তাইপের ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির গবেষকরা এমন একটি সেন্সর তৈরি করেছেন যা দাঁতের সাথে লাগিয়ে রাখা যাবে এবং সেন্সরটিই কখন কি খাওয়া হচ্ছে তা বলে দিতে পারবে।
অনেক স্বাস্থ্য সচেতন হবার পরও আমরা দু একটা ভুল করে থাকি। মাত্রাতিরিক্ত ড্রিংক করা, অ্যালকোহল গ্রহণ, অস্বাস্থ্যকর খাবার মাঝে মাঝে নিয়মিত ঘটনা হয়ে দাড়ায়। অসুস্থ হয়ে পড়লে ডাক্তার এর কাছে মিথ্যা বলা কিংবা ডাক্তার এর নির্দেশ অমান্য করা হর হামেশায় ঘটে। সঠিক তথ্য না দিলে ডাক্তার যেমন সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হন ঠিক তেমনি রোগী দীর্ঘমেয়াদি সমস্যায় আক্রান্ত হতে পারেন। এই অসুবিধা দূর করার জন্যই গবেষকরা এই ছোট সেন্সরটি তৈরি করেছেন যা দাঁতের সাথে লেগে থেকে আপনার সার্বক্ষণিক খাবার দাবার বিষয়ক তথ্যাদি ডাক্তারকে দিবে। লুকিয়ে রাখা, মিথ্যা বলা এখন সহজেই ধরতে পারবেন ডাক্তার।
সেন্সরটি খুব ছোট আকৃতির সার্কিট এর মাধ্যমে তৈরি। এটি দাঁতের ফাকে লেগে থাকতে পারবে। লেগে থাকা অবস্থায় এটি চিবানো, পান করা, খাওয়া কিংবা কথা বলাও শনাক্ত করতে পারবে। শনাক্ত করা শেষে সেন্সরটি ডাটা ডাক্তারের স্মার্টফোন এ ব্লু টুথ এর মাধ্যমে প্রেরণ করবে।
সেন্সরটি ৮ জনের উপর পরীক্ষা চালিয়ে দেখা যায় শতকরা ৯৪ ভাগ সঠিক ডাটা প্রেরণ করতে পারে। যদিও ডিভাইসটি চমৎকার ফলাফল দেখিয়েছে তারপরও গবেষকরা ডিভাইসটি অধিকতর কার্যোপযোগী করার চেষ্টা করছেন।
তথ্যসূত্র: দি টেক জার্নাল