The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে সেটি জানা যাবে কাল

আগামীকাল (৩০ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় মন্ত্রণালয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা মহামারীর কারণে অন্য সবকিছুর মতোই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাবে পড়েছে। এমতাবস্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা ও শীঘ্রই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা সকলের। তাই এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে সেটি জানা যাবে কাল 1

এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল (৩০ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় মন্ত্রণালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সময় শিক্ষামন্ত্রী দীপু মনি এই বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরবেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, করোনা মহামারীর কারণে এইচএসসিসহ শিক্ষার বিষয়ে নানা প্রশ্ন অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। বছর প্রায় শেষের দিকে আসায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা উদ্বিগ্ন। বিভিন্ন শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও নানা শঙ্কা সকলের মনেই দেখা দিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এসব বিষয় নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বেগ দূর করার উদ্দেশ্যেই সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা। আবার আটকে থাকা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা বা কবে হবে এসব বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলবেন বলে জানা যায়। মূলত করোনা মহামারীর কারণে গত ১ এপ্রিল হতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছিলো।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...