দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বে এই প্রথমবারের মতো ‘কুরআনিক ভিলেজ ও মসজিদ নির্মাণ করতে চলেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সন্নিকটে দক্ষিণে পুত্রজায়ার টারাঙ্গানুতে এটি নির্মিত হবে।
এই স্থাপনার মাধ্যমে জ্ঞানের নগরীতে পরিণত হবে দেশটির টারাঙ্গানু। ইতিমধ্যে এর নির্মাণ ব্যয়, অর্থের উৎস এবং নির্মাণ স্থল বরাদ্দসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার মালয় মেইল, টাইম নিউজসহ বেশকিছু গণমাধ্যম সেটি প্রকাশ করেছে।
কুয়ালালামপুরের দক্ষিণে অবস্থিত পুত্রজায়ায় পর্যটকদের আকর্ষণ করার জন্য, কুরআনিক জ্ঞানের প্রচার এবং প্রসারে ও আধুনিক এ শহরে বিদেশীদের স্থায়ীভাবে বসবাসের সুন্দর পরিবেশ তৈরিতেও এই উদ্যোগ গ্রহণ করেছে দেশটি। এটি নশরুল কুরআন বিশেষ স্থাপনার অংশ বিশেষও বটে।
দেশটির ফেডারেল টেরিটরিমন্ত্রী আনুয়ার মুসা এক টুইটবার্তায় মসজিদ এবং কুরআনিক ভিলেজ নির্মাণের ঘোষণা দেন। তাতে তিনি মসজিদ এবং কুরআনি ভিলেজের একটি ছবিও পোস্ট করেছেন।
ইতিমধ্যেই দেশটি এই কুরআনিক ভিলেজ এবং মসজিদ নির্মাণে ২০ একর জমি বরাদ্দ দিয়েছে। এর নকশা করার কাজও প্রায় শেষ। আল্লাহর ইচ্ছায় আগামী বছর তথা ২০২১ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু হবে বলেও টুইটারে আশা প্রকাশ করেন এই মন্ত্রী।
কুরআনিক এই নগরী এবং মসজিদ নির্মাণে ব্যয় করা হবে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন মালয়েশিয়ান রিংগিত। এই অর্থের অর্ধেক বিনিয়োগ করবে দেশটির সরকার ও বাকি অর্ধেক বিভিন্ন দাতাগোষ্ঠী এবং শুভানুধ্যায়ীদের থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।