দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের ঘরে কী কখনও কাওকে আগুন দেওয়ার কথা শুনেছেন? তবে এবার সত্যিই এমন ঘটনা ঘটছে। নিজেদের বাড়ি-ঘরে নিজেরাই আগুন দিচ্ছেন আর্মেনীয়রা!
সাম্প্রতিক শান্তি চুক্তির অংশ হিসেবে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান নাগোরনো-কারাবাখের আশপাশের অঞ্চলগুলো হতে পালিয়ে যাচ্ছেন।
বিবিসি জানিয়েছে যে, কিছু জাতিগত আর্মেনীয় তাদের নিজের ঘরবাড়ি নিজেরাই ধ্বংস করছে যাতে কোনো আজারবাইজানীয়রা সেখানে প্রবেশ করতে না পারেন।
চুক্তি অনুযায়ী বলা হয়েছে, বেশ কিছু এলাকাও হস্তান্তর করা হবে, ওইসব এলাকা হতে আর্মেনীয়দের চলে যেতে হবে। এর মধ্য দিয়ে অঞ্চলটির বেশিরভাগ এলাকা আজারিদের নিয়ন্ত্রণে চলে আসবে।
বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের হলেও ১৯৯৪ সাল হতে সেটি নিয়ন্ত্রণ করে আসছিল জাতিগত আর্মেনীয়রা। সদ্য সমাপ্ত যুদ্ধের মধ্যদিয়ে সেখানকার অর্ধেকের বেশি এলাকা পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে আজারবাইজান। চুক্তি অনুযায়ী বলা হয়েছে, আরও বেশ কিছু এলাকা হস্তান্তর করতে হবে আর্মেনীয়দের।
খবরে বলা হয়, আর্মেনীয়দের একটি অংশ ছেড়ে যাওয়ার আগে দীর্ঘদিন ধরেই বসবাস করা অধিবাসীরা তাদের বাড়ি-ঘরে নিজেরাই আগুন ধরিয়ে দিচ্ছেন। এমন অনেকগুলো ছবিও প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে- নিজেদের মালামাল নিয়ে যাচ্ছেন অনেকেই, কেও কেও আবার বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়ে জ্বলতে দেখছেন নির্বিকার চিত্তে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর হতে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়ে যায়, যা গত সোমবার রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তির মধ্যদিয়ে সমাপ্তি ঘটেছে। ইতিপূর্বে মস্কোর মধ্যস্থতায় দুই দফা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৃতীয় দফা যুদ্ধবিরতিতে দেশ দুটি সম্মত হলেও সেটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
অঞ্চলটি নিয়ে ৯০-এর দশকে আর্মেনিয়ার সঙ্গে তুমুল যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান। দীর্ঘ ওই যুদ্ধে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। কারাবাখের সঙ্গে নিজ ভূমিরও কিছু অংশ হারায় আজারিরা। এবার সেগুলো পুনরুদ্ধারের মাধ্যমে বিশাল বিজয় পেলো আজারবাইজান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।