দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক তথ্যে জানিয়েছে, পূর্ব সিরিয়ায় একটি যাত্রীবাহী বাসে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ জন।
বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক তথ্যে জানিয়েছে, পূর্ব সিরিয়ায় একটি যাত্রীবাহী বাসে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ জন।
বার্তা সংস্থা সানা জানিয়েছে যে, বুধবার ‘সন্ত্রাসী’ হামলাটি কাবাজেব এলাকার পালমিরা-দেইর আল-জুর রোডে চলাচলকারী একটি বাসকে লক্ষ্য করে করা হয়। সরকারি প্রতিবেদনে অন্য কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।
এই বিষয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ বুধবার পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী ৩টি বাসকে টার্গেট করে এই হামলা চালায়, এতে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়।
সিরিয়াজুড়ে মূল অঞ্চলগুলো হারিয়ে যাওয়ার পর আইএস জঙ্গিরা পূর্ব সিরিয়ার মরুভূমিতে চলে যায়, সেখানে তারা প্রায়ই সামরিক কর্মীর ওপর এবং সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ছবি: https://headlinesmania.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।