The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দেশের সাইবার ঝুঁকির শীর্ষে হলো স্প্যাম

বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট-২০২০ অনুযায়ী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি দেশের জন্য সবচেয়ে বড় সাইবার ঝুঁকি হিসেবে উঠে এসেছে স্প্যাম। বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট-২০২০ অনুযায়ী শীর্ষ ১০ সাইবার ঝুঁকির মধ্যে শীর্ষে রয়েছে এই স্প্যাম।

দেশের সাইবার ঝুঁকির শীর্ষে হলো স্প্যাম 1

এটি আগের বছর দ্বিতীয় স্থানে ছিল। প্রতিবছর সরকারের কম্পিউটার ইন্সিডেন্স রেসপন্স টিম বা বিজিডি ই-গভ সার্টের রিস্ক অ্যাসেসমেন্ট ইউনিট বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ প্রতিবেদন প্রকাশ করে থাকে। এবার এতে এই তথ্যটি উঠে এসেছে।

এবারে স্প্যামের পর দ্বিতীয় ঝুঁকি হিসেবে র‍্যান্সম ওয়্যার উঠে আসে যা আগের বছরে অষ্টমে ছিল। তারপর স্থানগুলোতে ফিশিং, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজের মতোই ঝুঁকিগুলো চলে আসে। এবার বাংলাদেশের শীর্ষ ১০ ঝুঁকির ক্রম হলো, স্প্যাম, ফিশিং, র‍্যান্সম ওয়্যার, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডার থ্রেট, আইডেন্টিটি থেফট, ওয়েব বেজড এটাক, ডাটা ব্রিচ ও ডিনায়াল অফ সার্ভিস।

জানা যায়, ২০১৯-২০২০ সালের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, সরকারি-বেসরকারি সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং একাডেমিয়ার অংশগ্রহণে ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। ওয়ার্কশপ হতে পাওয়া তথ্য ও জরিপের তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয়ে থাকে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...