দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিট এন্ড রান মামলা, গার্লফ্রেন্ডের ব্যক্তিগত তথ্য ফাঁস সবমিলিয়ে একের পর এক বিপদে পড়ছেন বলিউড স্টার অভিনেতা সালমান খান। সম্প্রতি সালমান খানের ভিসা বাতিল করেছেন ব্রিটেন। ব্রিটেন অবশ্য এর জন্য কোনও কারণ দেখায়নি।
পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালিত সালমান খানের মুভি ‘কিক’-এর শ্যুটিং চলছে ব্রিটেনে। এই মুভির শ্যুটিংয়ের জন্যই ব্রিটেনে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়েছিলো সালমান খানের এবং গত সপ্তাহেই মুভির টিম মেম্বারদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সালমানের। ভিসা বাতিলের জন্য এখনও ভারতেই অবস্থান করছেন এই অভিনেতা।
কেন ভিসা বাতিল হয়েছে সেটা যদিও এখন স্পষ্ট নয়, তবুও ধারণা করা যায়, ২০০২ সালে গাড়িচাপা দিয়ে ফুটপাতে একজন ঘুমন্ত মানুষকে হত্যার দায়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারের কাজ ঝুলে থাকার কারণেই ব্রিটেনের ভিসা পাননি তিনি। হিট এন্ড রান মামলা নিয়ে বিস্তারিত জানতে দি ঢাকা টাইমসের একটি খবর অনিচ্ছাকৃত হত্যা মামলা শুরু || সঞ্জয় দত্তের পরে জেলে যেতে পারেন সালমান খান! পড়ুন।
অপরদিকে সালমানের বিরুদ্ধে করা হিট এন্ড মামলায় ২৪ জুলাই আদালত চার্জ গঠন করেছে এবং ১৯ অগস্ট পর্যন্ত মামলার শুনানি মুলতবি ঘোষণা করেছে আদালত। আবার সম্প্রতি ব্রিটেনে ভিসা দেওয়া নিয়েও কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে এবং এর একারণেও ভিসা বাতিল হতে পারে সালমানের।
মুভির ইউনিটের একজনের বরাত থেকে জানা যায়, আগামী সপ্তাহেই পুনরায় ভিসার আবেদন করবেন সালমান খান। আশা করা যায়, বলিউড মাসলম্যান ভিসা পেয়ে যাবে এবং ইতিমধ্যে পিছিয়ে যাওয়া শুট্যিং এর কাজ পুনরায় শুরু করা যাবে।
সালমানের বাবা সেলিম খান অবশ্য ভিসা-বাতিলের বিষয়টি অস্বীকার করে বলেছেন, কিছু পদ্ধতিগত ভুলের কারণে ব্রিটেনে শুট্যিং অনুমতি পাওয়া যায় নি যদিও সালমানের এখনও ১০ বছর বৈধ্য টুরিস্ট ভিসা আছে এবং সেটা বৈধও। আরো কিছু কাগজপত্র দাখিল করা হলে ভিসা পাওয়া যাবে বলে বলা যায়!
হিট এন্ড রান মামলায় অভিযুক্ত সালমান খানের শাস্তি হতে পারে দশ বছরের জেল, হত্যার মত অপরাধে অভিযুক্ত বলেই কি ভিসা দিচ্ছে না ব্রিটেন? জানতে হলে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্রঃ ইন্দিয়াটাইমস্