দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি)। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা ছাড়া ফল ঘোষণার আইনি বাধা কেটে যাওয়ার কারণে এ মাসের মধ্যেই ফল ঘোষণার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রেওয়াজ মোতাবেক, প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর ফলাফল হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়ে থাকে।
শিক্ষা মন্ত্রণালয় হতে শনিবার (৩০ জানুয়ারি) কিংবা রবিবার (৩১ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়।
করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় এইচএসসির ফলাফল প্রস্তুত, প্রকাশ এবং সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে গত ২৬ জানুয়ারি গেজেট প্রকাশ করে সরকার।
এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক ৯টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে এই ক্ষমতা দিয়েছে সরকার।
গেজেটে বলা হয়, চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত কারণে ২০২০ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ার কারণে এই সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে।
সংশোধিত আইনের ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতেই বোর্ডগুলোকে এ ইক্ষমতা দেওয়া হয়।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে যে, ফলফল প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্তভাবে জানানো হবে।
এদিকে দেশে স্কুল-কলেজগুলোর ছুটির মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর (২০২০ সাল) ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ওই বছরেরই (২০২০ সাল) ১ এপ্রিল। তবে করোনা ভাইসের প্রকোপ বাড়তে শুরু করায় ১৭ মার্চ হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তারপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতোই এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে। তখন শিক্ষামন্ত্রী জানান, জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করেই ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ ও এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়েই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।