দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার কারণে ওটিটিতে আগ্রহ বাড়ছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশিবার দেখা ফিচার ফিল্মের তালিকায় প্রথম স্থান দখল করে নিলো ওয়ার্নার ব্রাদার্স এর ‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’ ছবিটি।
এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন গাল গ্যাদত। ভক্তদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী গাল গ্যাদত লিখেছেন যে, ‘অসাধারণ! ধন্যবাদ সকলকে।’
ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবিটি। ইতিমধ্যেই ২.২৫ বিলিয়ন মিনিট দেখা হয়েছে ছবিটি। এতে ডিজনি প্লাস-এ মুক্তি পাওয়া পিক্সারের ‘সোল’ ছবির ১.৬৭ বিলিয়ন মিনিটের রেকর্ড ভেঙ্গেছে এই চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’।
‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ চলচ্চিত্রে ডায়নার চরিত্রে অভিনয় করেছেন গ্যাল গ্যাদত। তাছাড়াও স্টিভের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস পাইন, চিতা অবতারে ক্রিস্টেন উইগ ও ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় অভিনয় করেছেন পেদ্রো পাসকেল। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।