দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানী ঢাকা হতে প্রায় ৫০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মেঘনা নদীর পাড় ঘেঁষা ষোলআনী প্রজেক্টটি বর্তমানে ষোলআনী সৈকত নামেই পরিচিত।
এই স্থানটি ইতিপূর্বে দৌলতপুর নামেই পরিচিত ছিল। নদী ভাঙ্গন রোধ করতে মেঘনা নদীর পাড়ে সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণের কারণে এই স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় ও তা প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। ঢাকা হতে দূরত্ব কম হওয়ার কারণে বাইকারদের কাছে এই স্থানটি অতি অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।
প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ষোলআনী সৈকতের মনোরম এক পরিবেশে মেঘনা নদীর বুকে নৌযানে বিচরণ, অসীম নীল আকাশে সাদা মেঘে ভেসে বেড়ানো, অপূর্ব সূর্যাস্তের সৌন্দর্য বা ভরা জোৎস্নার মোহনীয় রূপ আপনি উপভোগ করতে পারবেন। এছাড়াও নৌকা ভাড়া করে মেঘনার বুকে ভেসে বেড়ানোর সুযোগও রয়েছে এখানে।
ষোলআনী সৈকতে যেতে হলে আপনাকে রাজধানী ঢাকার গুলিস্তান হতে গজারিয়া পরিবহন, দাউদকান্দি কিংবা গৌরিপুরগামী বিআরটিসি বাসে ভবেরচর বাস স্ট্যান্ডে আপনাকে আসতে হবে। ভবেরচর বাস স্ট্যান্ড হতে সিএনজিতে চড়ে প্রথমে রসুলপুর নেমে পরে অন্য এক সিএনজিতে ষোলআনী স্ট্যান্ডে পৌঁছে তারপর পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত ষোলআনী সৈকতে যাওয়া যাবে। আবার আপনি চাইলে ভবেরচর বাস স্ট্যান্ড হতে সিএনজি রিজার্ভ নিয়েও সরাসরি ষোলআনী সৈকতে যেতে পারেন।
তথ্যসূত্র: https://vromonguide.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।