The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

করোনা আক্রান্ত চিত্র নায়ক রিয়াজ ভালো আছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা আক্রান্ত চিত্র নায়ক বর্তমানে ভালো আছেন। করোনা আক্রান্ত হয়ে কেবলমাত্র শরীর দুর্বল ও হালকা ব্যথা অনুভব করছেন তিনি। বর্তমানে রিয়াজ নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

করোনা আক্রান্ত চিত্র নায়ক রিয়াজ ভালো আছেন 1

গত ২ এপ্রিল সন্ধ্যার পর গণমাধ্যমকে তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। তখন রিয়াজ জানান, গত ২৮ মার্চ করোনার নমুনা পরীক্ষা করাতে দেয়। ২৯ তারিখে রিপোর্ট হাতে পাই। রিপোর্টে রেজাল্ট পজিটিভ আসে।

তারপর হতেই নিজেকে আইসোলেশনে রেখেছেন চিত্র নায়ক রিয়াজ। আপাতত তিনি বাসাতেই থাকছেন। তবে চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য বাংলাদেশ-ভারতের যৌথ-প্রযোজনার চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে ভারত যাওয়ার কথা ছিলো চিত্র নায়ক রিয়াজের। তবে করোনা পজিটিভ আসায় আপাতত তার ভারত যাওয়া হচ্ছে না। শ্যাম বেনেগালের পরিচালনায় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে রিয়াজকে তাজউদ্দীন আহমদের চরিত্রে দেখা যাবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...