দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের সুপরিচিত নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বেশ কিছু দিন ধরেই কোলকাতায় অবস্থান করছেন। করোনার কারণে স্ত্রী জুঁইসহ মোশাররফ করিম আটকা পড়লেন কোলকাতায়।
জানা যায়, ব্যক্তিগত কাজে তিনি কোলকাতায় গিয়েছিলেন। গত মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথাও ছিল। ভারতে হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় লকডাউন শুরু হয়ে যায়। যে কারণে পিছিয়ে যায় তার দেশে ফেরা, এখন আটকা পড়েছেন এই অভিনেতা।
বর্তমানে বাধ্য হয়েই কোলকাতায় আরও কিছুদিন থাকতে হবে মোশাররফ করমিকে। তবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী রোবেনা রেজা জুঁইও।
মোশাররফ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আগামী ৯ মে দেশে ফিরতে পারি। হয়তো এবারও ঈদের আগে শুটিং নাও করতে পারি। বর্তমানে কোলকাতাতে রয়েছি। এখানেও ঘরবন্দী অবস্থায় দিন কাটছে। করোনা নিয়ে একটা ভয় রয়েছে। তবে সতর্ক রয়েছি।’
উল্লেখ্য যে, ‘যমজ-১৪’, ‘সীমার’, ‘সাদা মনের মানুষ’, ‘বিজ্ঞাপন’, ‘হাবিবুল ও একটি ভয়ংকর প্রেম’, ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’সহ মোশাররফ করিম অভিনীত প্রায় ২০টি নাটক ঈদ উল ফিতরে প্রচার হওয়ার কথা রয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।