দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে করোনা প্রকট আকার ধারণ করেছে। প্রাণঘাতি করোনায় আক্রান্ত হলে যেনো আর রক্ষা নেই। হাসপাতালে জায়গা পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। আইসোলেশনে বাড়িতে থাকারও পর্যাপ্ত ঘর নেই অনেকের। বাড়িতে জায়গা না থাকায় টয়লেটেই আইসোলেশন করেছেন এক যুবক!
করোনায় আক্রান্ত হওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গের ধুপগুড়ির জনৈক যুবক বেশ বিপাকে পড়েছেন। তার বাড়িতে পর্যাপ্ত জায়গা নেই। তাই বাধ্য হয়েই তাকে শেষ পর্যন্ত বাথরুমেই আশ্রয় নিতে হয়েছে।
ধুপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায় কর্মরত রয়েছেন। গত ৬ মে তার আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর মাথায় যেনো আকাশ ভেঙে পড়ে তার। কেনোনা বাড়িতে বয়স্ক বাবা-মাও রয়েছেন। আইসোলেশনে থাকার মতো ঘরও নেই। তাই শেষপর্যন্ত বাথরুমেই থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।
অথচ অত্র এলাকার কেও করোনায় আক্রান্ত হলে ব্লক স্বাস্থ্য দপ্তরের যোগাযোগ করতে বলা হয়। তারাই সেফ হোমের ব্যবস্থাও করে দেন। তবে তাদের কোনও দেখাও নেই বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
অপরদিক এমন কোনও ঘটনার কথা জানেন না বলেও জানিয়েছেন ধুপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা রায়। তিনি বলেছেন, কেওই তার সঙ্গে যোগাযোগ করেনি। তবে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ধূপগুড়ির বিএমওএইচ সুরজিত ঘোষও বলেন, বিষয়টি আমি শুনেছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।