দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নখ দিয়ে যাকে এতোদিন যেতো চেনা। তাকে আর হয়তো সেভাবে চেনা যাবে না, কারণ তার চিরচেনা সেই নখটিই তিনি কেটে ফেলেছেন! তবে দীর্ঘ ৩০ বছর পর নখ কাটতে গিয়ে কেঁদে ফেললেন এক তরুণী!
আয়ানা উইলিয়ামস নামের ওই তরুণী গিনেস বুকে নিজের নাম তুলে ফেলেছিলেন কয়েকবছর আগেই। কেনোনা তিনি ছিলেন পৃথিবীর দীর্ঘতম নখের অধিকারিণী! ক্রমেই তার সেই নখ আরও বেড়েছে। তবে অবশেষে তিনি কেটেই ফেললেন ঐতিহাসিক সেই নখগুলো।
আয়ানা উইলিয়ামস -এর হাতের নখের দৈর্ঘ্য ২০১৭ সালে ছিল ১৯ ফুট। এই কয়েক বছরের মধ্যে তা বেড়ে হয়েছিল ২৪ ফুট। তবে দীর্ঘতম সেই ফিঙ্গারনেইল তিনি তৈরি করেছেন আমেরিকার টেক্সাস শহরের ট্রিনিটি ভিসতা ডার্মাটোলজিতে। অবশেষে কেটেই ফেললেন সেই নখ। এক ধরনের ইলেকট্রিক রোটারি টুল দিয়ে এই নখগুলো কাটা হলো। ৩০ বছরে এই প্রথম নখ কাটতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন আয়ানা। আজকের কথা নয় সেই ১৯৯০ সাল হতে তিনি নখ রাখছেন।
নখ কেটে তিনি বলেছেন, নখ থাকুক কিংবা নাই থাকুক, আমি রানিই থাকবো! তার নখ কাটার ভিডিওটি সম্প্রতি ভাইরালও হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।