দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রিয়জনের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক স্বাভাবিক থাকলেও হঠাৎ করে তার ব্যত্যয়ও ঘটতে পারে। আর তাই আগে থেকেই সম্পর্ক মজবুত করা ও কার্যকরী করা অত্যন্ত জরুরি একটি বিষয়।
যখন দু’জন মানুষ দীর্ঘদিন একসঙ্গে থাকেন তখন তাদের সুখে থাকারই কথা। তবে তারপরও সুখ নেই দু’জনের কারও মধ্যে। এমনটা হয়ে থাকলে কয়েকটি ক্ষেত্রে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এতে করে সম্পর্কের মধ্যে সুখের কোনো ঘাটতি কিংবা বাধা সৃষ্টি হবে না।
প্রথমেই খেয়াল রাখতে হবে দু’জনের মধ্যে কথা যেনো বন্ধ না হয়। দু’জনের মধ্যে কথা বলা খুবই বেশি জরুরি একটি বিষয়। কারণ কথা বললে অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসে। তাছাড়া সম্পর্কের মধ্যে যদি মনের ভাব প্রকাশ না পায় তাহলে সেই সম্পর্ক কখনই টিকেও না।
সম্পর্কের মধ্যে সম্মান থাকাটা খুবই বেশি জরুরি। একে অপরের প্রতি পরস্পর যদি সম্মান না থাকে তাহলে ক্ষণে ক্ষণে একজন অপরজনের কাছে অসম্মানিত হবেন সেটিই স্বাভাবিক। এমনকি এজন্য দু’জনের পরিবারও অসম্মানিত হতে পারেন।
আর একটি বিষয় হলো বিশ্বাস। সম্পর্কে সম্মান থাকার মতোই গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস রাখা। বিশ্বাস না থাকলে সম্পর্ক কখনও মজবুত হয় না। বিশ্বাস না থাকলে সৎ মানুষটিকে নিয়ে বারবারই সন্দেহ সৃষ্টি হবে মনে। এতে দোষারোপ থেকে তর্ক-বিতর্ক এবং অসম্মানের মতো ঘটনাও ঘটতে থাকবে। তাই সম্পর্কের মাঝে বিশ্বাস থাকা আবশ্যিক একটি বিষয়। তাছাড়া পারস্পরিক বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক কখনও স্থায়ী হয় না।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।