দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিক্ষুক সাজা ওই নাটকটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে যায়। মিশু সাব্বিরের ভিক্ষুক সাজা ওই নাটক ‘দ্য বেগার’ গেলো ঈদে প্রচারিত হয়েছিলো।
অভিনেতার সার্থকতা তার নিখুঁত অভিনয়ে। যে অভিনয় আসলে মানুষের চোখে বাস্তবের প্রতিরূপ, মানুষের কাছে তখন সেটি বিশ্বাসযোগ্য হয়। এমনই একজন সফল অভিনেতা হলেন মিশু সাব্বির।
গতে ঈদে প্রচারিত মাবরুর রশিদ বান্নাহ’র ‘দ্য বেগার’ নাটকটি বেশ সাড়া ফেলেছে ইউটিউবে। এই নাটকে ভিক্ষুক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিশু সাব্বির। রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভিক্ষুক ভেবে সত্যি সত্যিই ভিক্ষাও দিয়েছেন!
এ্ই বিষয়ে মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকামও করেছেন। মানুষ বুঝতেই পারেনি তিনি আসলে ভিক্ষুক নন, তিনি মিশু সাব্বির।’
নির্মাতা বলেছেন, ‘শুটিংয়ের আগে মিশু ভাইয়ের সঙ্গে চারবার মিটিং করেছি। কীভাবে অভিনয় করতে হবে সব আলোচনাও করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেন। যে কাজগুলোতে সাধারণত হোমওয়ার্ক থাকে ও শুটিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট অবশ্যই ভালো আসতে বাধ্য। আমার এই নাটকের শুটিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শুটিংই রাখেননি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে অনেক বেশি ছিল। যে কারণে তিনি সফল হয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।