দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে টিকাকরণে প্রথম হয় ইসরায়েল। দেশটির প্রায় সব নাগরিককে ইতিমধ্যেই টিকা দেওয়ার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তারপরও করোনার ডেল্টা স্ট্রেনে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে!
মাস খানেক আগে মাস্ক পরার প্রয়োজন নেই বলেও ইসরায়েল সরকারের পক্ষ হতে ঘোষণা দেওয়া হয়। শুধু বন্ধ রাখা হয় সীমান্ত, যাতে করে দেশটিতে করোনার মিউটেটেড স্ট্রেন ঢুকতে না পারে। তারপরও কিন্তু শেষ রক্ষা হলো না।
ইসরায়েলে করোনার ডেল্টা স্ট্রেনে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়, টিকা নিয়েও ডেল্টা স্ট্রেনে সংক্রমিত হচ্ছেন ইসরায়েলের নাগরিকরা।
মন্ত্রণালয়ের ডিরেক্টর-জেনারেল চেজি লেভি জানিয়েছেন যে, টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও কোনও ব্যক্তি ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংস্পর্শে এলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে। ২৩ জুন হতে এই নির্দেশিকা জারি করা হয়েছে দেশটিতে।
লেভির ভাষায়, “এ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা খুবই কম। তবে এটা স্পষ্ট যে টিকা নেওয়া থাকলেও কেও কেও এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হতে পারেন। টিকা নিয়ে কতোপজন আক্রান্ত হয়েছেন, সেই সংখ্যা এখনও জানানো হয়নি। তবে অনুসন্ধান চালানো হচ্ছে।”
বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও। গত মঙ্গলবার তিনি সরকারিভাবে ঘোষণা করেন, দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে।
তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।