দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার কারণে আটকে ছিলেন। ১০০ দিন অর্থাৎ ৩ মাসের কিছু বেশি সময় পর আবারও এক হলেন কোলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মিথিলার প্রথম ছবিতে দেখা যায়, প্রথম ছবিতে রয়েছে- ট্রলির ওপর অনেকগুলো ব্যাগ। তার মাঝে বসে রয়েছে মেয়ে। ঝুঁকে পড়ে মেয়ের সঙ্গে গল্প করছেন বাবা। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে- বাবার কোলে মেয়ে।
মিথিলার শেয়ার করা ছবি দেখে বুঝতে কোনোই অসুবিধে হওয়ার কথা নয় যে, মেয়েটি আয়রা। আর বাবা অর্থাৎ কোলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী। দীর্ঘদিন পর দেখা হওয়ায় আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন মা- মিথিলা।
১০০ দিন অর্থাৎ ৩ মাসের কিছু বেশি সময় আয়রাকে নিয়ে বাংলাদেশে ছিলেন মিথিলা। গতকাল (বুধবার) সকালেই ভারতে গেলেন তিনি। বর্তমানে আপাতত কোলকাতার বাড়িতেই থাকবেন মিথিলা।
অপরদিকে মিথিলা-আয়রার কোলকাতায় ফেরার ছবি শেয়ার করেছেন সৃজিত নিজেও। গাড়িতে মাঝে বসে আছে আয়রা। দুপাশে তিনি ও মিথিলা। এই ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন- ‘দ্য মিথিলা রাজ বায়োপিক’। তবে এতে রয়েছে সূক্ষ্ম রসবোধ। বর্তমানে সৃজিত মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’-র পরিচালনা নিয়েই ব্যস্ত। এই ছবিটির প্রধান ভূমিকাতে অভিনয় করছেন তাপসী পান্নু।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।