দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ এতদিন সবার ধারণা ছিল ওয়্যারলেস চার্জ করা যায় কেবল স্মার্টফোন এবং ট্যাবলেটে, কিন্তু সে ধারণাকে আরও প্রশস্ত করে দিল দক্ষিন কোরিয়ার বিজ্ঞানীরা। দক্ষিন কোরিয়ার রাস্তায় নামানো হল পৃথিবীর প্রথম ওয়্যারলেস চার্জে চলে এমন বিদ্যুৎ চালিত বাস!
সম্প্রতি কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (KAIST) কোম্পানি দক্ষিন কোরিয়ার রাস্তায় একজোড়া অনলাইন ইলিক্ট্রিক ভেহিকেল (OLEV) মটরকোচ নামিয়েছে। এসব কোচের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা বিদ্যুৎ চালিত এবং বিদ্যুৎ রিচার্জ করতে এদের গ্যারেজে নিয়ে যেতে হয়না। বরং এগুলো তারহীন প্রযুক্তিতে দূর থেকে নিজের ব্যাটারি চার্জ করে নিতে পারে! আধুনিক এ বাস এর ডেকের নিচে অবস্থিত কয়েলের মাধ্যমে রাস্তার পাশে অবস্থিত বৈদ্যুতিক তার থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তিতে এতে থাকা ব্যাটারি রিচার্জ করে নেয়!
বর্তমানে এই বাস একবার চার্জে একটানা ২৪ কিলোমিটার (১৫ মাইল) যেতে পারে। হাইওয়েতে যদি এ বাস এর রিচার্জ করার ৫ থেকে ১৫% পরিমাণও বৈদ্যুতিক ফিল্ড (Electrical field) থাকে, তবে এটি নিজে থেকে চার্জ নিতে থাকবে। পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো বাসসমূহের সার্ভিসের উপর নির্ভর করে ভবিষ্যতে এ ধরণের প্রযুক্তির আরও বাস রাস্তায় নামানোর পরিকল্পনা আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির।
KAIST প্রতিষ্ঠানের পরিচালক ডং হো চো বলেন, “এটি সত্যি অবিস্মরণীয় একটি মুহূর্ত সবার জন্য, অনলাইন ইলিক্ট্রিক ভেহিকেল (OLEV) ওয়্যারলেস চার্জড বাস রাস্তায় নামিয়েছে এবং তা যাত্রী পরিবহনে ব্যবহার হচ্ছে। এখনই OLEV এর জন্য ঘুরে দাঁড়ানোর সময় এবং এ প্রযুক্তির আরও উন্নয়ন করে আরও বাস রাস্তায় নামানোর সময়। আশা করছি, এসব বাস প্রচুর সংখ্যক যাত্রী পরিবহনে যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ সাহায্য করবে।“
সূত্রঃ PhysOrg