দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা টিকার মিশ্র ডোজ ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গতকাল (সোমবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন ভার্চুয়াল মাধ্যমে এই সতর্ক বার্তা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানান, মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই জানা নেই। এই সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ এখন পর্যন্ত মেলেনি।
বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, বিশ্বের বহু মানুষ মিশ্র টিকা নেওয়ার কথা ভাবছেন। এই নিয়ে অনেকেই প্রশ্নও করছেন আমাদের। জানতে চাইছেন যে, প্রথম টিকাটি এক সংস্থার নিয়েছেন, দ্বিতীয় টিকা অন্য সংস্থার নিতে পারেন কি-না। মিশ্র টিকা নিয়ে কোনো তথ্যপ্রমাণ আমাদের হাতে নেই। তাই বলা যায় এই প্রবণতা বিপদ ডেকে আনতে পারে।
মিশ্র ডোজ নিয়ে সতর্ক করে তিনি আরও বলেছেন, নাগরিকরা যদি টিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ডোজ হিসেবে কোন টিকা কখন নেবেন সেই সিদ্ধান্ত নেন, তাহলে দেশে দেশে এই নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।
উল্লেখ্য, এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ না করায় বাংলাদেশ টিকার মিশ্র ডোজ দেওয়া নিয়েও চিন্তা-ভাবনা করছে। এমন সময় এলো বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা থেকে এই সতর্কবার্তা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।