দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৯ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় এই উৎসব ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় পালিত হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
এক মাস সিয়াম-সাধনার পর শুক্রবার আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে দেশের মুসলমান সম্প্রদায়।
সকালে দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে হয়েছে ঈদের জামাত। রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এসব জামাত শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয়েছে মোনাজাত।
প্রতিবারের মতো এবারো কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের আয়োজন করা হয়। এই জামাতে কিশোরগঞ্জ ও এর আশ-পাশের প্রচুর জনগণ অংশগ্রহণ করে। চ্যানেল আই এই নামাজের দৃশ্য সরাসরি সম্প্রচার করে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনের সরকারি ছুটির আজ শেষ দিন। কাল থেকে আবার অফিস-আদালত শুরু হচ্ছে।
ঈদে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।
এ ছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় নীতির সাথে সঙ্গতিপূর্ণ চলচ্চিত্র প্রদর্শন, সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব শিশুপার্কে প্রবেশ, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। রাজধানীর সঙ্গে সঙ্গে দেশের সব অঞ্চলেই পবিত্র ঈদুল ফিতর ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে পালিত হয়েছে।