The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জ্বালানি সাশ্রয়ী নতুন বাইক নিয়ে এলো টিভিএস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জ্বালানি সাশ্রয়ী নতুন মোটরবাইক নিয়ে এলো টিভিএস। মডেলটি হলো টিভিএস স্পোট। এটি ১০৭ সিসির ইঞ্জিনের।

জ্বালানি সাশ্রয়ী নতুন বাইক নিয়ে এলো টিভিএস 1

জ্বালানি সাশ্রয়ী নতুন মোটরবাইক নিয়ে এলো টিভিএস। মডেলটি হলো টিভিএস স্পোট। এটি ১০৭ সিসির ইঞ্জিনের। এই বাইকটির মাইলেজও দুর্দান্ত। প্রতি লিটার পেট্রলে এটি চলতে পারবে ৯৫ কিমি। এর ফুয়েল ট্যাঙ্কটিও রয়েছে ১০ লিটার।

সেই হিসেবে একবার ফুল ট্যাঙ্ক তেল ভরলে বাইকটি ছুটতে পারবে ৯৫০ কিমি। এই চড়া বাজার দরের সময় দারুণ মাইলেজ দেওয়া বাইকটি যথেষ্ট ভালো অপশন বলে মনে করছেন ক্রেতারা।

বাইকটিতে আরও রয়েছে সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড স্পার্ক ইগনিশন ইঞ্জিন। মূলত এটি একটি ১০৭ সিসির বাইক। যারা ‘তেল খাবে কম, ছুটবে বেশি’ এমন বাইক খুঁজছেন, তাদের জন্য এই বাইকটি আদর্শ একটি বাইক। সবুজ, লাল, নীল, সাদা ৪টির মধ্যে যে কোনও রঙ-এ এই বাইক কেনা যাবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

Loading...