দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বুধবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরী মনিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বিতর্কিত লেখিকা তসলিমা বললেন, মদ্যপান, নগ্ন ছবি তোলা অপরাধ নয়।
পরীমনির বাড়ি থেকে প্রায় ৩০টি বিদেশী মদের বোতল পাওয়া যায়। এ ছাড়াও এলএসডি নেশার ব্লটিং কাগজ এবং কিছু পরিমাণ মাদকও উদ্ধার করেছে র্যাব। পরীমনির বাড়িতে প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাসি চালানোর পর সন্ধাবেলায় তাঁকে বাড়ি থেকে নিজেদের হেফাজতে নেয় র্যাব। শুধু পরী মনিকেই নয়, অভিনেত্রীর সঙ্গে আটক করা হয় তাঁর গাড়ির চালক ও বাড়ির এক কর্মীকেও।
এই ঘটনায় ক্ষুব্ধ হন বিতর্কিত আলোচিত এবং নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি পুলিশের রিপোর্টে লেখা কিছু বক্তব্যকে তুলে ধরেন নেটমাধ্যমে। পুলিশের কথা অনুযায়ী পরীমনির কী কী অপরাধ, তার একটি তালিকা সাজালেন এই লেখিকা। ৮টি পয়েন্টে লেখা পরীমনির অপরাধগুলি হলো,
১। পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরী মনি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গিয়েছে।
২। তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
৩। তার বাড়িতে একখানা মিনি বার রয়েছে।
৪। পরী মণি মদ্যপান করে, এখন সে মদে আসক্ত।
৫। নজরুল ইসলাম নামের এক প্রযোজক, যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে
৬। মাঝে মধ্যে পরী মনির বাড়িতে আসে, মদ্যপান করে।
৭। ডিজে পার্টি হতো পরী মনির বাড়িতে। আইস-সহ মাদকদ্রব্য পাওয়া গেছে (এগুলোর চেহারা অবশ্য দেখানো হয়নি)।
৮। মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স রয়েছে পরীমনির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, এখনও রিনিউ করেননি সে।
তসলিমার দাবি হলো, এগুলো অপরাধের মধ্যেই পড়ে না, তাতেও অভিনেত্রীকে গ্রেফতার করা হলো! লেখিকা তসলিমা নাসরিন প্রতিবাদ জানিয়ে লিখলেন, ‘সত্যিকার অপরাধ খুঁজছি। কাওকে কি জোর করে মাদক গিলিয়েছে? প্রতারণা করেছে মেয়েটি? কাওকে খুন করেছে? তার অপরাধ খুঁজছি। নাকি মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ?
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফাইড ফেসবুকে তিনি কি লিখেছেন তা দেখে নিন। পড়তে https://www.facebook.com/nasreen.taslima/posts/2441878369289940 এই লিংকে ক্লিক করুন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।