দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর ট্রেলার।
‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ ছবিতে কিয়ানু রিভস এবং ক্যারি-অ্যানে মসকে এবারও দেখা গিয়েছে নিও এবং ট্রিনিটি চরিত্রে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর ট্রেলারটি। ছবিটি বড় পর্দায় দেখার জন্য যেনো আর তর সইছে না ভক্তদের।
ট্রেলারে দেখা যায় যে, ম্যাট্রিক্স নতুন করে তৈরি করা হয়েছে ও নিও এবং ট্রিনিটি নিজেদের অস্তিত্বই ভুলে গেছেন। তারা একে অপরকে চিনতেও পারছেন না। আগের ছবিতে তাদের মৃত্যু ঘটেছিলো, তবে তারা আবার ফিরে এসেছেন। কীভাবে তারা ফিরেছেন সেই রহস্য লুকিয়ে রয়েছে ছবির নামেই।
নতুন এই ট্রেলারে নিওকে একজন নারীর মুখোমুখি হতে দেখা গেছে যিনি লুইস ক্যারোলের ‘এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’ পরছিলেন। সেই নারী অন্য কেউ নন, তিনি প্রিয়াঙ্কা চোপড়া। বড় চশমা পরা প্রিয়াঙ্কাকে নিওর দিকে তাকিয়ে হাসতে দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কার রহস্যময় এই চরিত্র সম্পর্কে এর চেয়ে বেশি কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, এটি হয় ‘ম্যাট্রিক্স রিলোডেড’-এর ‘সাতি’, বা সম্পূর্ণ নতুন কোনো চরিত্র হবে। আগের তিন পর্বের মতো এবারও ছবিটি পরিচালনা করেছেন লানা ওয়াচোস্কি। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।
উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’-এ নিও চরিত্র দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (মুক্তি পায় ২০০৩ সালে) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (এটিও ২০০৩ সালে মুক্তি পায়) ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
দেখুন ট্রেলারটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।