দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন আইফোন বাজারে ছাড়ার দিনক্ষণ জানিয়ে দিয়েছে অ্যাপল। আজ (মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর) মেগা ইভেন্টে উন্মোচন করা হবে নতুন আইফোন।
বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে মূল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে নতুন প্রজন্মের আইফোন অবমুক্ত করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠানটি।
আজ আইফোন ১৩ মডেলের পাশাপাশি অ্যাপল ওয়াচ ৭ অবমুক্ত করা হবে। সম্প্রতি অ্যাপলের আইফোন ১৩ এর দামও প্রকাশ করা হয়েছে।
অ্যাপলের যে কোনও ফোনের দাম নিয়ে বিশ্বব্যাপী একটা কৌতূহল থেকেই যায়। এবারও তাই হয়েছে। সে জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে অ্যাপল। তবে অতি সতর্ক হয়েও সম্ভবত শেষ রক্ষা হয়নি। অ্যাপল হাব নামে একটি ব্লগিং সাইট দাবি করেছে, বাজারে আসার আগেই আইফোন ১৩ এর দাম ফাঁস করে দিয়েছেন তারা।
আজ (১৪ সেপ্টেম্বর) সম্ভবত আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স ও আইফোন ১৩ মিনি-এই ৪টি মডেলের ফোন বাজারে আনতে চলেছে অ্যাপেল। তবে তার আগেই প্রকাশ্যে এলো ফোনগুলোর দাম এবং ফিচার।
ধারণা করা হচ্ছে যে, আইফোন ১৩ মিনির দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার। আর আইফোন ১৩ এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। অপরদিকে আইফোন ১৩ প্রোর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার এবং আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম ১,০৯৯ মার্কিন ডলার হতে পারে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।