দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে একটি অপরাধ হিসেবে ঘোষণা করেছে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি।
বাহরাইনের রাজতান্ত্রিক সরকার দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তাকে অপরাধ হিসেবে মন্তব্য করেছে এই জোটটি।
দেশটির সরকারের এই নীতি দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয় উল্লেখ করে এক বিবৃতিতে ওয়েফাক আরও বলেছে, বাহরাইনের সমস্ত ধর্ম, বর্ণ এবং সকল পেশার মানুষ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করেছে। এই ঘটনা বাহরাইনের ইতিহাস এবং ইসলামী পরিচয়ের সঙ্গে এটি মারাত্মকভাবে সাংঘর্ষিক। এটি একটি অবৈধ পদক্ষেপ ও একে অপরাধ হিসেবেই গণ্য করে বাহারাইনে জনগণ।
আল-ওয়েফাক আরও বলেছে, ফিলিস্তিনিদের সমর্থন ও তাদের বৈধ দাবির প্রতি একাত্মতা পোষণ করে বাহরাইনের জনগণও। আলে খলিফার সরকার জনগণের ইচ্ছার বাইরে ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, তার কোনো মূল্যই নেই। ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন বাহরাইনের জনগণ।
আল-ওয়েফাকের বিবৃতির বরাত দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, বাহরাইন সরকার ইসরায়েলের সঙ্গে সামরিক, নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা বিষয়ক যে চুক্তি করেছে, তার কারণে ঝুঁকির মুখে পড়বে দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা।
উল্লেখ্য, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে বাহরাইন এবং ইসরায়েল। চুক্তি সই করার পর থেকে বিরোধী জোট এর প্রতিবাদ করে আসছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।